সেমিস্টার সেমিনার-২০২৫
প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে ১৪ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সেমিস্টার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল হাসানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ড. আবদুর রহমান এবং সম্মানিত আলোচক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু দায়েন ও বিশিষ্ট কথাসাহিত্যিক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আকিমুন রহমান উপস্থিত ছিলেন। বিভাগের প্রভাষক খায়রুল ইসলাম আবিরের সঞ্চালনায় এ সেমিনারে 'জীবনানন্দ দাশের বনলতা সেন: পরিবেশবাদী-পাঠ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমীন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রভাষক জান্নাতুল যূথী 'বিশ ও একুশ শতকের বাংলা উপন্যাসে নারীর পটপরিবর্তন' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এ সেমিনারে বাংলা বিভাগের শিক্ষার্থীবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
