প্রাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রাইম ইউনিভার্সিটিতে আজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।
দিবসটির সূচনা হয় সকাল ৯.০০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর সকাল ৯.১০ মিনিটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং সকাল ১০.০০ মিনিটে দোয়া মাহফিল। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১.০০ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ ফজলে আজিম রাকিব, ইমাম। গীতা পাঠ করেন সুষ্মিতা বারই, প্রভাষক, ইংরেজী বিভাগ। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, রেজিস্ট্রার।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শামীম রেজা (৬৩ ব্যাচ, ইংরেজি বিভাগ) এবং আনজুমান সরদার রাইছা (৫৫ ব্যাচ, সিএসই বিভাগ)। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় প্রধান, আইন বিভাগ এবং প্রফেসর ড. রকিবুল হাসান, ডিন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ মাহমুদ হোসাইন, সেক্রেটারি জেনারেল, বোর্ড অব ট্রাস্টিজ; ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ এবং মো. মামুন সোবহান, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব সাজ্জাতুজ জুম্মা, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ। তাঁর বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আব্দুর রহমান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার বলেন,
“মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানের শেষপর্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।