Notice Board

Message From Head of the Department

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগে আপনাকে স্বাগতম।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে গড়ে উঠেছে প্রাইম ইউনিভার্সিটি। মহান বায়ান্নর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনালালিত বাংলা বিভাগ। প্রাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস মিরপুর ১ নম্বরের মাজার রোডে মনোরম পরিবেশে অবস্থিত। শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য, ঐতিহ্য ও সংস্কৃতির জ্ঞানদানের জন্য বাংলা বিভাগে রয়েছে বিএ (অনার্স) প্রোগ্রাম। এবং শিগগিরই এম এ প্রোগ্রাম চালুকরণের পরিকল্পনা রয়েছে। এই বিভাগে পাঠদানের জন্য রয়েছেন স্ব-স্ব বিষয়ে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। 
শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা ও সাহিত্য পাঠদানের পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতিচর্চার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের রয়েছে বেশকিছু কর্মসূচি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সেমিনার, সিম্পোজিয়াম, পাক্ষিক সাহিত্য আড্ডা, একক বক্তৃতা, জার্নাল, সাহিত্য পত্রিকা, দেয়াল পত্রিকা প্রকাশ। একইসঙ্গে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তার লক্ষ্যে নিয়মিত আয়োজন করা হয় বার্ষিক বনভোজন, বসন্তবরণ উৎসব, পহেলা বৈশাখবরণ, খেলাধুলার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক গবেষণামূলক প্রবন্ধ/নিবন্ধ রচনা, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্যের অনুশীলন।
শিক্ষার্থীদের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের জাতীয় চেতনায় উদ্বুদ্ধকরণের জন্য যথাযথ মর্যাদায় পালন করা হয় একুশে ফেব্রুয়ারি, ৭ মার্চ, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরসহ জাতীয় দিবসগুলো। এভাবে বাংলা বিভাগের শিক্ষার্থীদের সামগ্রিক ও পরিপূর্ণ মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাইম ইউনিভার্সিটি দিচ্ছে সর্বোচ্চ সুযোগ।
CEO Image
Prof. Dr. Rakibul Hassan Head Of Department

VISION

বাংলাদেশে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বি এ অনার্স এবং এম এ পাঠদান করা হয়। অথচ এ ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। বহু সংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ে বি এ অনার্স এবং এম এ পড়ানো হয়। এই বিবেচনা থেকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষা এবং সাহিত্যের প্রসারের লক্ষ্যে প্রাইম ইউনিভার্সিটি বাংলা বিষয়ে বি এ অনার্স প্রোগ্রাম চালু করেছে। স্নাতক বিভাগের শিক্ষার্থীদের জন্য পাঠসূচি ও পাঠক্রম প্রণয়ন করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত রূপরেখা ও বিধি-বিধান অনুসরণ করে। এই বিশ্ববিদ্যালয়টিতে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পাঠদানের প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দের দ্বারা পরিচালিত হচ্ছে বিভাগের শিক্ষা কার্যক্রম।

MISSION

মূলত বাংলা বিভাগে বাংলা সাহিত্যের ইতিহাস, বিভিন্ন উপন্যাস, খ্যাতনামা কবি ও সাহিত্যিকদের বিভিন্ন গদ্য ও বিখ্যাত কবিতা পড়ানো হয়। বাংলা ভাষা ও এর বিভিন্ন ধারা এবং আমাদের বাংলা ভাষার যে বিশাল সাহিত্য ভান্ডার রয়েছে সে সম্পর্কে এবং এই সমৃদ্ধ ভাষাটির ইতিহাস-ঐতিহ্য সম্বন্ধে শিক্ষার্থীদের অবহিত করা এবং সর্বোপরি মাতৃভাষার বিকাশ ও মূল্যবোধ প্রতিষ্ঠাই এই বিভাগটির মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত প্রথা হিসেবে শুধুমাত্র পাঠক্রম নয়, বরং শিক্ষর্থীদের সৃজনশীল ও মননশীল বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত করার সকল ব্যবস্থা বিভাগটিতে বিদ্যমান রয়েছে।

Departmental Events

  • 25th Apr, 2022
  • Campus

Iftar Mahfil 2022

Departmental Notable Alumni